পিরোজপুরের কাউখালী উপজেলায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার,৩রা জানুয়ারী দিবসটি উপলক্ষে, ” প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়,আস্হা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে,বেলা-১১ঘটিকার সময়,উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।পরে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানা ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন,৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, দাপ্তরিক কর্মকর্তা,জনপ্রতিনিধি, সমাজসেবী,উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে।
অনুষ্ঠানে সমাজসেবা কার্যক্রমের আওতাভুক্ত উপকারভোগীদের মাঝে ঋণ সহায়তা হিসেবে পল্লী মাতৃকেন্দ্রের ৪ জনকে নগদ ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা ও ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।অনুষ্ঠান শেষে সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।










