চুয়াডাঙ্গায় জাতীয় সমাজসেবা দিবস পালিত: “প্রতিবন্ধীরা বোঝা নয়, সম্ভাবনার প্রতীক”
Spread the love

প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস–২০২৬। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা সংশ্লিষ্ট ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘আত্ম অনুসন্ধান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, সম্ভাবনার প্রতীক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন,
“আমাদের সমাজে যেসব শিশু শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন, তারা কোনো ভাবেই সমাজের বাইরে নয় কিংবা কম গুরুত্বপূর্ণ নয়। বরং তারা আমাদের সমাজেরই একটি অপরিহার্য অংশ।”

তিনি বলেন, বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়—অনেক মহান ব্যক্তি শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তাঁদের মেধা, চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে সমাজ ও সভ্যতাকে সমৃদ্ধ করেছেন। কেউ হাঁটতে পারেননি, হুইলচেয়ারে জীবন কাটিয়েছেন, কিন্তু তাঁদের জ্ঞান ও মনন পুরো সমাজকে আলোকিত করেছে।জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করে বলেন, “আমাদের সমাজে অনেক সময় দেখা যায়—কোনো পরিবারের সন্তান শারীরিক সমস্যায় আক্রান্ত হলে সমাজ তো বটেই, কখনো কখনো পরিবার থেকেও সে অবহেলার শিকার হয়। এই মানসিকতা শুধু বেদনাদায়কই নয়, অমানবিকও।”সচেতনতা তৈরিতে বিদ্যালয় পর্যায়ে উদ্যোগ জরুরি
তিনি আরও বলেন, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও সমান মর্যাদা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করে তুলতে হবে। স্কুলের শিশুদের বোঝাতে হবে—শারীরিক সীমাবদ্ধতা কোনো অযোগ্যতার পরিচয় নয়। কোনো শিশুকেই তুচ্ছ-তাচ্ছিল্য বা অবমাননার চোখে দেখা যাবে না।

“আমাদের সবাইকে মনে রাখতে হবে—শারীরিক সীমাবদ্ধতা কোনো শিশুর সম্ভাবনার শেষ নয়। যথাযথ সুযোগ, সহায়তা ও ভালোবাসা পেলে তারাই হতে পারে আগামীর গর্ব এবং সমাজ গঠনের প্রধান শক্তি,”—বলেন তিনি। সভাপতিত্ব ও অন্যান্য বক্তারা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ।এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31