
গাজীপুরের শ্রীপুর শান্তিবাগ জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুত্রবার ০২ জানুয়ারী জুম্মার নামাজের পর পৌর এলাকার ১নং ওয়ার্ডের শান্তিবাগ জামে মসজিদে গাজীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু'র পক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মসজিদের সভাপতি টিপু সুলতান ও সাধারন সম্পাদক মোঃ তোঁতা মিয়া, হাজী মুছলেউদ্দিন, শহীদ প্রধান, আব্দুল হাই, মোশারফ,আলাউদ্দিন মহুরী,মোঃ কদুস, তোফাজল, কবির সরকার, মামুল অর রশিদ,কামরুল মন্ডল, সফিকুল ইসলাম সহ মহল্লার মসুল্লীগন উপস্থিত ছিলেন। দোয়া শেষে মুসুল্লিদদের মধ্যে তবারক বিতরন করা হয়।