গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ধরে সাদিকুল ইসলাম নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৬টার দিকে পৌরসভার লোহাগাছ গ্রামে নিজ ঘরের সামনে একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদিকুল ইসলাম (২১) ওই গ্রামের হারুনুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ৮মাস আগে পাশের বিন্দুবাড়ি গ্রামের রাসিদা খাতুন নামে একজনকে বিয়ে করেন সাদিকুল ইসলাম। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত পরিবারের লোকজন ঝগড়াঝাটি করেছে। শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে বাইরে বের হলে সাদিকুলকে আম গাছের সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
প্রতিবেশীরা জানান, গত বুধবার রাতে সাদিকুলের সাথে তার স্ত্রী ও মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল। তাদের ধারণা, দাম্পত্য কলহ ও মানসিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, সাদিকুল ইসলাম একজন ভালো ছেলে ছিলেন। তার বাবা মা সবসময়ই পারিবারিক কলহ সৃষ্টি করে। এই পরিবারের বড় ছেলের একাধিক বিয়ে হলেও ওদের অত্যাচরে একটাও টিকেনি। পারিবারিক বিশৃঙ্খলা ও বনিবনা না হওয়ায় কোনো সংসারই স্থায়ী হয়নি। এটাও এমন হয়েছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ সাংবাদিককে বলেন,” খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।










