
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বছরের প্রথম দিনে ১ জানুয়ারি ২০২৬ তারিখে নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে জেলার একাধিক উপজেলায় মাদকসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ সদর থানা, ধামইরহাট থানা, বদলগাছী থানা ও পোরশা থানা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের প্রথম অভিযানে ১ জানুয়ারি রাত আনুমানিক ৯টায় ধামইরহাট থানাধীন পূর্ব শিবপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়কালে হাফিজুল ইসলাম (২১), পিতা- রুবেল হোসেন, সাং- পূর্ব শিবপুর, থানা- ধামইরহাট, জেলা- নওগাঁ এবং মতিউর (৬০), পিতা- আঃ মজিদ, সাং- ইদোনি, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। দেহ তল্লাশিতে হাফিজুল ইসলামের কাছ থেকে ২০০ পিস এবং মতিউরের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
ডিবি পুলিশের আরেক অভিযানে একই দিন রাত আনুমানিক ১০টায় নওগাঁ সদর থানাধীন উকিলপাড়া এলাকায় জনৈক আক্তারের ভাড়াটিয়া জাহাঙ্গীর আলম (৩৮), পিতা- সামসুল আলম, সাং- চকদেবপুর, জেলা- নওগাঁর বসতবাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে ৪০ পিস মাদকদ্রব্য এম্পল ইনজেকশন উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী জুবায়ের (২৮), পিতা- এস এম রেজোয়ান নবী ওরফে বাবু আনসারী, সাং- পোস্ট অফিস পাড়া, থানা- নওগাঁ সদরকে গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশ সুপারের নির্দেশক্রমে বদলগাছী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন অবস্থায় মোঃ সুজন (৩৫), মোঃ রুবেল (৩০), তরুণ ওরাও (৩০), মোঃ শাহিন (৩০) এবং ফেরদৌস (২৫)-কে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে পুলিশ স্কটের মাধ্যমে জেলা কারাগার নওগাঁতে প্রেরণ করা হয়।
অন্যদিকে পোরশা থানা পুলিশের অভিযানে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ পলাশ হোসেন (৩৩), পিতা- মৃত বকুল হোসেন, সাং- বড়গ্রাম কায়াপাড়া, থানা- পোরশা, জেলা- নওগাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বছরের প্রথম দিনেই জেলা জুড়ে সমন্বিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। নতুন বছরে নওগাঁকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।” তিনি মাদক নির্মূলে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করেন।