মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদূর্বা গ্রামে গাঁজা সেবনে বাধা দেওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে টিটু মণ্ডল (২০) নামে এক যুবক খুন ও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ছুরিকাঘাতে ছয়জন জখম হওয়ার এ ঘটনা ঘটে। শুক্রবার (২ জানুয়ারি) মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টিটুর মৃত্যু হয়।
নিহত টিটু ওই গ্রামের মণ্ডলের ছেলে।
আহত পাঁচজনের মধ্যে শাকিল মণ্ডল নামে একজন মাগুরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, বৃহস্পতিবার রাতে গজদূর্বা গ্রামে একটি স্থানে বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন যুবক। এ সময় টিটু সেখানে গিয়ে তাদের কাছে কীসের আড্ডা হচ্ছে-তা জানতে চান।এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাত করলে টিটুসহ আরও কয়েকজন আহত হন। পরে আহতদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় টিটুর মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।










