
বিএনপি'র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় যশোরের মনিরামপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মণিরামপুর উপজেলা ও পৌর ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে শুক্রবার(২রা জানুয়ারী) বাদ আসর অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপি'র সভাপতি ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম. ইকবাল হোসেন।
উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ অলিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন,মণিরামপুর উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি মো মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, পৌর যুবদলের আহবায়ক মো আব্বাস আলী, বিএনপি নেতা খান শফিয়ার রহমান, মো নিস্তার ফারুক, আক্তার ফারুক মিন্টু, যুবদলের কাজী ইমরান,পৌর ছাত্রদলের আহবায়ক এম কামরুজ্জামান, ছাত্র নেতা ইমরান হোসেন, কালেজ ছাত্রদলের অমি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।