
নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্রীদের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ। বৃহস্পতিবার
১জানুয়ারির সন্ধ্যায় নতুন বছরের শুরুতে চাষাড়া শহীদ মিনারের সামনে, চাষাড়া মসজিদ রেললাইনে, এবং জিয়া হলের সামনে নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্রী ইভা এবং তার সাথে আইন কলেজের বান্ধবী 2022 ব্যাচের শিক্ষানবিশ শান্তা, লতা রানী দাস, স্মৃতি, লিজা, চম্পা ছাত্রীরা মিলে অসহায় মানুষদের ভালোবেসে শীতবস্ত্র উপহার বিতরণ করেন। আইন কলেজের বান্ধবীরা মিলে একে অপরকে সহযোগিতা করে শীতের উপহার বিতরণ করেন। অসহায় মানুষদেরকে শীতবস্ত্র দিতে পেরে এবং অসহায় মানুষের মনে একটু হাসি দেখে আইন কলেজের বান্ধবীদের খুবই ভালো লেগেছে এবং সব বান্ধবীরা মিলে শীতের বিতরনে করে শহীদ মিনারে ঘন্টাখানেক সময় এক সাথে বসে গল্পগুজ করে ফুচকা, চিপস, সেভেন আপ এবং চা খেয়ে সময় কাটায়।
উক্ত আইন কলেজের ছাত্রী সময় ফাতেমা আক্তার মাহমুদা ইভা আনন্দ উৎফুল্ল হয়ে এ যে সহায় মানুষের হাসি মাখা মুখটা দেখে অনেক শান্তি তৃপ্তি লাগছে অন্তত মানুষকে হাসি মুখটা দেখতে পেয়ে বিন্দু খুবই সামান্য উপহারে তাদের মুখে খুশি টা দেখতে পেয়ে মনে একটা আত্মবিশ্বাস জমে উঠেছে।। এমন করে যদি আমরা সব সময় ভালোবেসে সামান্য একটা উপহার দিয়ে প্রত্যেকের এটি প্রত্যেকের জায়গা থেকে ছোট উপহার দিয়ে একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারে, আমি মনে করব সেই মানুষটা এটা খুবই আত্মতৃপ্তি পাবে, অন্তত একজন মানুষকে সে খুশি করতে পেরেছে মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে, এভাবে যদি প্রত্যেক বিষয়ে যদি মানুষ রোজার সময়, ঈদের সময়, এরকম শীতের সময় বর্ষাকালে - বন্যার সময় প্রতিটা ঘরে ঘরে প্রতিটা এলাকার প্রতি তার ঘরে ঘরে এক জন ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী একটা উপহার দেন একজন মানুষ উপকার করেন তাহলে আমি মনে করব বাংলাদেশে এভাবে আস্তে আস্তে অনেকেরই দুঃখ কষ্ট সমস্যাটা কিছুটা হলো দূর হয়ে যাবে। বান্ধবীদের বলে আজ ভালো কাজে বান্ধবীদেরকে পেয়ে অত্যন্ত খুশি, তাদের সাথে এরকম একটা ভালো কাজে বান্ধবীরা একে অপরকে সহযোগিতা করেছে অসহায় মানুষদের উপকার করেছে কিছু সামান্য উপহার দিতে সহযোগিতা করেছে এরজন্য ধন্যবাদ জানাই বান্ধবীদের । সব বান্ধবীরা মিলেই অসহায় মানুষদের পাশে একটা ভালো কাজের নিয়োজিত ছিল, সবাই মিলেই অসহায় মানুষদের উপহার দিয়েছে এবং তারা যেন আগামীতে ভবিষ্যতে এরকম ভালো কাজ সবসময় চলমান রাখতে পারে সে প্রত্যাশা করে। আইন কলেজের ছাত্রী ইভা আরো আত্মপ্রকাশ ব্যক্ত করে বলেন, মানব মানবতা ও ইসলামের দাবি শীত এলে প্রতিবছর ভাবিদের ও অভাবীদের পাশে দাঁড়ানোর চোখে পড়ার মতো কিছুই না। তা হলো গরিবদের মাঝে বন্টন করে থাকে। শীত এলে এগুলো ছিল চিরচেনা সামাজিক কর্মকাণ্ড। এবার সেই উৎসাহ, উদ্দীপনা ও আমেজ খুব তেমন একটা চোখে পড়ছে না। জাতি, রাষ্ট্র, সমাজ এসব ধারণার সঙ্গে মানুষের একাত্মরবোধ শিথিল হয়ে পড়েছে। তাই শীতের কষ্ট পাওয়া মানুষের কষ্ট লাঘবে আগের মত সবাই এগিয়ে আসার পিছনে একটি কারণ বলে সবার ধারণা। তবুও বসে থাকলে চলবে না। দরিদ্র, অভাবী, বস্ত্রহীন শীতার্ত মানুষকে সাধ্যানুযায়ী সহযোগিতা করতে হবে। এটাই মানবতা ও ইসলামের দাবি। প্রতিবছর সমাজের সামর্থ্যবান জন দরিদ্র মানুষ ব্যক্তিগতভাবে সামাজিক ও অন্যান্য সংগঠন, সাংস্কৃতি প্রতিষ্ঠানের মাধ্যমে কম্বল, শীতবস্ত্র , খাবার ইত্যাদি গ্রামে গ্রামে দারিদ্র মানুষদের মধ্যে বিতরণ করে থাকেন।। আমাদের প্রত্যেকেরই উচিত আইন কলেজের ছাত্র-ছাত্রী যারা আছে তারা যেন ভালো কোন কাজে সবসময় প্রবুদ্ধ হয়ে নিয়োজিত থাকে। মানবতার হাত বাড়িয়ে যত ধরনের মানবতার কাজ করা যায় যত বিষয় সবসময় যেন ঐক্যবদ্ধ হয়ে কাজগুলোর সাথে যেন সবাই ভালোবেসে আপন মনে করে একে অপরকে সহযোগিতা করে মানবতার কাজ নিয়জিত থাকে এটা আমার আইন কলেজের ছাত্র-ছাত্রীদের কাছে মিনতি।