দারিদ্র্য বিমোচনে এসডিএফ-এর উদ্যোগ: কুড়িগ্রামে জেলা প্রশাসকের উপস্থিতিতে বিশেষ কর্মশালা সম্পন্ন
Spread the love

কুড়িগ্রামে গ্রামীণ জনপদ ও মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দারিদ্র্য বিমোচন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ. বি. এম. কুদরত-ই-খুদা, এসডিএফ-এর ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম এবং জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) জান্নাতুল ফেরদৌসীসহ অন্যান্যরা।
কর্মশালায় কুড়িগ্রাম জেলার এসডিএফ-এর বিভিন্ন গ্রাম সমিতির প্রশিক্ষণপ্রাপ্ত ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত যুবকরা, শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং ৪ শতাংশ সুদে ঋণপ্রাপ্ত গ্রামীণ যুব উদ্যোক্তারা তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। তিনি গ্রাম পরিষদের সভা ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত থাকার সদয় সম্মতি জানান এবং ভবিষ্যতে এসডিএফ-এর সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31