
উলিপুর উপজেলার গুনাইগাছ ও তবকপুর ইউনিয়নে ৩১ ডিসেম্বর অবৈধ মাটি কাটা ও আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান টি পরিচালনা করে রুপার খামার ধরনি বাড়ি ইউনিয়নে মো: লানজু সরকারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা সহ তিন দিনের কারাদণ্ড প্রদান করেন এবং তবকপুর ইউনিয়নে মো: আব্দুল মোন্নাফকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা সহ দুই দিনের কারাদণ্ড দেয়া হয়। অভিযান দুটিতে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। তিনি বলেন, অবৈধ মাটি কাটা ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।