বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মোঃ আব্দুর রাকিব জীবন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আলমডাঙ্গা সরকারি কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি। এক শোকবার্তায় মোঃ আব্দুর রাকিব জীবন বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারাল।”
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি আরও বলেন, “এই শোকের সময়ে আমাদের দায়িত্ব হবে দেশনেত্রীর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখা।”










