
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম নানা অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
রাকিবুল ইসলাম এর জন্য বিগত দিনে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব থাকা জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিকে টেলিফোন করে তার ভাতিজা নামে খ্যাত রাকিবুল কে মাগুরা থেকে দৌলতপুর পিয়ারপুর বদলী করেন রাকিবুল ইসলাম বাড়ী কুষ্টিয়া উপজেলা ভেড়ামারা উপজেলায় ।
তারপর থেকেই ইনু এমপি প্রভাব বিস্তার করতে থাকে বিভিন্ন অনিয়ম দুর্নীতি সাথে জড়িত তিনি জাসদ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে স্থানীয়রা দাবি করেন।
পিয়ারপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি কোন স্থাপন না থাকায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডিউটি করতে হয় কিন্তু সেই ডিউটি ফাঁকি দিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রতিনিয়ত অফিস ফাঁকি দিয়ে রোগী দেখেন বিভিন্ন ওষুধ কোম্পানির সাথে মাসিক চুক্তিভিত্তিক নিম্নমানের ওষুধ লেখেে যা রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে ।
গ্রাম গঞ্জে থেকে স্বাস্থ্য সেবা নিতে আসা নারী পুরুষ সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করেন রাকিবুল অনেক সময় ইমারজেন্সি ডিউটি সময় অসৎ আচরণের সম্মুখীন হয় স্থানীয় সেবা নিতে আসা মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন ।
স্থানীয় কতিপয় মাস্তানপ্রকৃতির লোকজনের ছত্রছায়ায় থেকে পেশীশক্তি প্রদর্শন করে জাসদ গণবাহিনীর ভয় দেখান।
এতে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের মধ্যে একজন নাম এনামুল হক তিনি বলেন ইমারজেন্সি সেবা নিতে এসেও সেবা থেকে ব্যাহত হচ্ছি রাকিবের কাছে আর এক জন রুগী রুপালি খাতুন জানান তিনি ডাক্তারের চেয়ারে বসে হাসপাতালে দাঁড়াল দের সাথে কথা বলে কিন্তু রোগীর সাথে কথা বলার সময় হয় না এই ধরনের স্বাস্থ্যসেবা আমরা চাই না।
তিনি যেহেতু জাসদের ছত্রছায়ায় চলাফেরা করে বর্তমান চলতি জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করতে পারে বলে এলাকাবাসী জানায়। তাই তাকে দ্রুত বদলি করার জন্য স্থানীয়রা দাবি জানান। এই অভিযোগে ব্যাপারে রাকিবুলের মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও ফোন রিসিভ করেনি।