
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাসুদ মৃধা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহিন বিল্লাহ।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে নবনির্বাচিত সভাপতি মো. মাসুদ মৃধা ডিস্ট্রিক্ট বোর্ডের নবনির্বাচিত সদস্য, সকল কমিটি মেম্বার ও সাধারণ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই বিজয় ব্যক্তিগত নয়, বরং এটি সংগঠনের প্রতি সদস্যদের সম্মিলিত বিশ্বাস ও পরিশ্রমের ফল। নেতৃত্বকে ক্ষমতা নয়, বরং দায়িত্ব হিসেবে ধারণ করে নতুন জেলা বোর্ডের সহযোগিতায় চুয়াডাঙ্গাকে একটি সুসংগঠিত ও উদাহরণযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ঐক্য ও নিষ্ঠার মাধ্যমে VBD চুয়াডাঙ্গাকে সর্বোচ্চ পর্যায়ে এগিয়ে নেওয়াই তাঁদের লক্ষ্য বলে জানান।
অপরদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাহিন বিল্লাহ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়াকে তিনি অত্যন্ত সম্মান ও দায়িত্বের বিষয় হিসেবে গ্রহণ করেছেন। এই জয় একার নয়, এটি সংগঠনের সকল সদস্যের আস্থা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি স্বচ্ছতা, শৃঙ্খলা ও ঐক্যের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
এছাড়া, ভলান্টিয়ার ফর বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার সাবেক সভাপতি ফাহিম উদ্দীন মভিন নবনির্বাচিত কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে সংগঠনটি আরও শক্তিশালী হবে এবং মানবতার সেবায় নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের জন্য দোয়া কামনা করেন।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত কমিটি হলো:
সভাপতি: মো. মাসুদ মৃধা
সহ-সভাপতি: নুসরাত জাহান রোজাসাধারণ সম্পাদক: মো. মাহিন বিল্লাহ,প্রজেক্ট অফিসার: এস এ সাদিক বিন রহমান,কোষাধ্যক্ষ: ইবনে ইউসুফ আল শাফিন,হিউম্যান রিসোর্স অফিসার: শাহরিয়ার রাফিন
পাবলিক রিলেশন অফিসার মেসবাউর রহমান,
নবনির্বাচিত কমিটির মাধ্যমে ভলান্টিয়ার ফর বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।