চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, “আমি গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”
শোকবার্তায় অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক সাহসী, দৃঢ়চেতা ও প্রভাবশালী নেত্রী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ ও জাতির জন্য যে অবদান রেখে গেছেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন নারী নেতৃত্বের প্রতীক হিসেবেও তিনি এ দেশের রাজনৈতিক অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। এই শোক শুধু একটি দলের নয়, বরং সমগ্র জাতির শোক।
শোকবার্তার শেষাংশে তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বলেন, “আমি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন। আমিন।”










