লিড নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন বিএনপি। শোকের অংশ হিসেবে ইউনিয়ন বিএনপির উদ্যোগে কালো পতাকা উত্তোলন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত সংবাদ: 30/12/2025 সকালে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাউকি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় দলীয় কার্যালয় ও বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা সমবেত হয়ে প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন। ডাউকি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অবিচল প্রতীক। তিনি আপোষহীন নেতৃত্বের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকহীন অধ্যায়ে প্রবেশ করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, এই শোক শুধু বিএনপির নয়, এটি সমগ্র জাতির শোক। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
শোক কর্মসূচিতে ডাউকি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষাংশ: পরে সংক্ষিপ্ত দোয়া মাহফিলে মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।










