ডেস্ক রিপোর্ট :
মায়ের শূন্যতা যে কতটা গভীর, তা ভাষায় প্রকাশ করা কঠিন—ঠিক সেই বেদনার কথাই উঠে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগঘন বক্তব্যে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও হৃদয়বিদারক অনুভূতি প্রকাশ করেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে দেওয়া এক আবেগপূর্ণ পোস্টে তারেক রহমান বলেন,
“আমার মা, বেগম খালেদা জিয়া, আজ সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন।”
এই একটি বাক্যেই যেন ফুটে ওঠে একজন সন্তানের অপার বেদনা, অসীম শূন্যতা আর জীবনের সবচেয়ে বড় হারানোর আর্তনাদ।
তারেক রহমান লেখেন, অনেকের কাছে তাঁর মা ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা—কিন্তু তাঁর কাছে তিনি ছিলেন একজন মমতাময়ী মা, যিনি নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে জীবনভর দেশ ও মানুষের জন্য লড়াই করে গেছেন।
তিনি বলেন, আমার মা আজীবন স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না, ছিলেন সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতীক।” বারবার গ্রেফতার, চিকিৎসা থেকে বঞ্চনা, নিঃসঙ্গতা ও সীমাহীন নিপীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়া পরিবারকে ভেঙে পড়তে দেননি। কঠিন সময়েও তাঁর সাহস, সহানুভূতি ও ভালোবাসাই ছিল পরিবারের শক্তির মূল উৎস—এমনটাই উল্লেখ করেন তারেক রহমান। আবেগঘন কণ্ঠে তিনি স্মরণ করেন, দেশের জন্য তাঁর মা হারিয়েছেন প্রিয় স্বামী ও সন্তান। তাই এই দেশ ও দেশের মানুষই হয়ে উঠেছিল তাঁর প্রকৃত পরিবার। জনসেবা, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায়।
তারেক রহমান বলেন, আমার মা একটি অবিস্মরণীয় ইতিহাস রেখে গেছেন—যা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।”
শেষে তিনি দেশবাসীর কাছে তাঁর মায়ের জন্য দোয়া কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের জন্য তিনি ও তাঁর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।










