পঞ্চগড়ের দুই আসনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা: সরে দাঁড়ালেন জামায়াত নেতা ইকবাল, লড়বেন সারজিস আলম ও নওশাদ জমির
Spread the love

পঞ্চগড়-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র ক্রয় ও জমার শেষ দিনে পঞ্চগড়ের দুটি আসনে (পঞ্চগড়-১ ও ২) ১৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জোটে যাওয়ায় পঞ্চগড়-১ আসন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন। তাই এ আসনে জামায়াতে ইসলামীর পরিবর্তে লড়বেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং বিএনপির হয়ে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের কাছে মনোনয়নপত্রগুলো জমা দেন তারা।

জানা যায়, পঞ্চগড় সদর, আটোয়ারী এবং তেঁতুলিয়া উপজেলা মিলে গঠিত পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনেছিলেন ১২ জন। জমা দিয়েছেন আটজন। এই আসনে বিএনপির মনোনিত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলিয় মুখ্য সংগঠক সার্জিস আলম মনোনয়নপত্র জমা দেন। সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের কেন্দ্রী সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া জাগপার আল রাশেদ প্রধান, গণ অধিকার পরিষদের মাহাফুজুর রহমান, লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম ও বিএনপির আব্দুল ওয়াদুদ বাদশা।

এই আসন থেকে জামায়াত মনোনিত প্রার্থী ইকবাল হোসাইনসহ ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে জোটে যাওয়ায় পঞ্চগড়-১ আসন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসাইন। সোমবার বিকেলে তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা না দিয়ে এনসিপি প্রার্থী সারজিস আলমের সঙ্গে উপস্থিত থাকেন। অধ্যাপক ইকবাল হোসাইন বলেন, কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। সে কারণেই পঞ্চগড়-১ আসনে আমি মনোনয়নপত্র জমা দিইনি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে জোটের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করা হবে। এদিকে মনোনয়নপত্র জমা দেয়ার পর এনসিপির প্রার্থী সারজিস আলম জানান, আমরা একটি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। বিগত নির্বাচনের মতো পেশিশক্তি ও কালো টাকার দাপট, সহিংসতা ও হানাহানি আমরা আর দেখতে চাই না। অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিয়েছি।

এদিকে সময় মতো পৌঁছাতে না পেরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। অন্যদিকে বোদা ও দেবীগঞ্জ উপজেলা মিলে গঠিত পঞ্চগড়-২ আসনে ১১ জন দাখিল করেছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এবং জামায়াতে ইসলামীর সফিউল্লাহ সুফী মনোনয়ন জমা দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ জাসদের এমরান আল আমিন, জাসদের আল রাশেদ প্রধান, ইসলামী আন্দোলনের কামরুল হাসান প্রধান, এলডিপির রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, সিপিবির আশরাফুল আলম, বিএসপির দেলোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ও মাহমুদ হোসেন সুমন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই আসন থেকে ১২ প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করলেও খেলাফত মজলিসের আবুল কাশেম মনোনয়নপত্র দাখিল করেননি।
রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান মনোনয়ন জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই শেষে হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31