চুয়াডাঙ্গায়–০১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।এ সময় তিনি বলেন, এটি কেবল একটি মনোনয়নপত্র জমা দেওয়া নয়—বরং শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা, জুলাই আন্দোলনের চেতনার প্রতি অঙ্গীকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এক দৃঢ় পদক্ষেপ।তিনি আরও বলেন, শহীদ শুভ র.-এর আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। শহীদের পিতার হাতে মনোনয়নপত্র প্রদান ন্যায়, ইনসাফ ও গণমানুষের রাজনীতির প্রতীক হয়ে থাকবে।মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত আমীর জননেতা এডভোকেট রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।চুয়াডাঙ্গা–০১ আসনের সকল মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল সবার দোয়া ও সমর্থন কামনা করেন।










