আংশিক বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর এলাকার বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক লিখিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. জিল্লুর রহমান ওল্টু বলেন, গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ডাউকী ইউনিয়নের হাউসপুর মোড়ে অনুষ্ঠিত একটি ছোট কর্মীসভায় দেওয়া তার বক্তব্যের একটি অংশ কৌশলে কাটাছেঁড়া করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে একটি প্রতিপক্ষ রাজনৈতিক দল হীন রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি জানান, ওই কর্মীসভায় বিএনপির একটি ভিন্ন গ্রুপের কিছু নেতা-কর্মী উপস্থিত ছিলেন এবং মূলত তাদের উদ্দেশ্যেই বক্তব্য প্রদান করা হয়। বক্তব্যে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, রাজনৈতিকভাবে মতভিন্নতা থাকলেও কেন্দ্রীয় বিএনপি চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীক মো. শরীফুজ্জামান শরীফের হাতে তুলে দিয়েছে। ফলে দলের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করলে তিনি নির্বাচিত হবেন—এমন আশাবাদ ব্যক্ত করা হয়।
কিন্তু সেই বক্তব্যের আংশিক অংশ বিকৃতভাবে উপস্থাপন করে একটি বিশেষ রাজনৈতিক দল বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, একটি বিশেষ মহল বিভিন্ন অযৌক্তিক দাবি-দাওয়া তুলে ধরে জাতীয় নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরই গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ অসংখ্য নেতাকর্মী গুম, খুন, হামলা ও মামলার শিকার হয়েছেন। এরপরও বিএনপির আন্দোলন থেমে থাকেনি।
বক্তব্যে তিনি আরও বলেন, দেশের ইতিহাসে যতবার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ততবারই জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেছে। বিএনপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
পরিশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মো. শরীফুজ্জামান শরীফকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন—ইনশাল্লাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জর্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর যুবদলের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।










