
ঢাকা দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চেনা আঙিনায় পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর, ২০২৫) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন তিনি। ২০০৭ সালের পর এই প্রথম তিনি দলীয় কার্যালয়ে সশরীরে পা রাখলেন, যা বিএনপির রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
উৎসবমুখর নয়াপল্টন
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বেলা ৩টা ৩৫ মিনিটের দিকে তার গাড়িবহর কার্যালয়ে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী তাকে পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানান।
কার্যালয়ের দোতলার বারান্দায় দাঁড়িয়ে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি বলেন:
আসুন, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে দেশটাকে নতুন করে গড়ার চেষ্টা করি। ছোট ছোট কাজের মাধ্যমেই বড় পরিবর্তন সম্ভব।
রাস্তায় জটলা না করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্যও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
গত ২৫ ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তনের পর থেকেই তারেক রহমান রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তবে কেন্দ্রীয় কার্যালয়ে সরাসরি উপস্থিত হওয়াকে দলের সাংগঠনিক শক্তির বড় বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এক নজরে গত কয়েক দিনের কার্যক্রম
| তারিখ | উল্লেখযোগ্য ঘটনা |
| ২৫ ডিসেম্বর | দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন। |
| ২৭ ডিসেম্বর | নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া। |
| ২৮ ডিসেম্বর | গুলশান কার্যালয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু। |
| ২৯ ডিসেম্বর | নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন ও নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ। |