মাগুরায় মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদের প্রার্থীরা
Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ ও মাগুরা-২ সংসদীয় আসনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুর ২টার দিকে মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় বিএনপি মনোনীত মাগুরা-১ আসনের প্রার্থী মনোয়ার হোসেন খান এবং মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মনোনয়নপত্র জমা দেন।
এছাড়াও মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অধ্যাপক এম. বি. বাকের এবং মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আব্দুল মতিন মনোনয়নপত্র দাখিল করেন।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মাগুরা-১ আসনের প্রার্থী ডা. খলিলুর রহমান মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে বাসদের কেন্দ্রীয় সদস্য শম্পা বসুও মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকালে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় উপস্থিত ছিলেন। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31