চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাধীন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর অধীন গোমস্তাপুর উপজেলার বিভিষণ বিওপি সীমান্ত এলাকা দিয়ে ওই পাঁচজনকে পুশ-ইন করা হয়। পরবর্তীতে বিজিবির টহলরত সদস্যরা তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় হলো—কামরুল লস্কর (৪৬), পিতা—মৃত শহিদ লস্কর;মো. সাদ্দাম লস্কর (২২), পিতা—কাশরুল লস্কর;মোছা. লিপি লস্কর (৪০), স্বামী—কামরুল লস্কর; মোছা. ফিরোজা (১৬), পিতা—মো. কামরুল লস্কর।উল্লেখিত চারজনের বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার জামিল ডারা গ্রামে (পোস্ট: খরেলা)। এছাড়া আটক অপর ব্যক্তি হলেন মো. হায়দার সরদার (২৩), পিতা—মো. আশরাফুল। বিজিবি আরও জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।










