নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের কাঁকফো পুরাতনপাড়া এলাকায় দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ নিরসনে বাগাতিপাড়া ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এ রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। রাস্তাটির উদ্বোধন করেন বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিপ্লব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফজলুল হক, বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু, সাবেেক ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, আজিজ মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। রাস্তা-কালভার্ট নির্মাণ, হাট-বাজার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এই ইটের সোলিং রাস্তা তারই অংশ, ভবিষ্যতেও উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এদিকে, স্থানীয় বাসিন্দারা রাস্তা নির্মাণের উদ্যোগে সন্তোষ প্রকাশ করে দ্রুত কাজ সম্পন্নের দাবি জানান।










