
আজ আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহেশপুর দক্ষিণপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জননেতা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন,
“আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পায়, তবে দেশে আর জুলুম, নির্যাতন ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ কাইয়ুম উদ্দীন হিরক। এছাড়াও উপস্থিত ছিলেন বায়তুলমাল সম্পাদক মোঃ ইমরান হোসেন, জিএ সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি মোঃ কামরুল হাসান সোহেল, ভাংবাড়ীয়া ইউনিয়ন আমির মোঃ খন্দকার মাসুদ, ইউনিয়ন সেক্রেটারি মোঃ রাইতাল হক, ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড আমির মোঃ তৈয়্যব আলীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মী-সমর্থকরা।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলেই দ্বীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।