
মেহেরপুরে মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে সাত জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ২৪ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার বুড়িপোতা ও গভীপুর এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে জেল,জরিমানা করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মেহেরপুর বুড়িপুতা গ্রামের মৃত হেরেন শেখের ছেলে আলফাজ হোসেন(৫৫), নাছির আলীর ছেলে আনোয়ার হোসেন(৩২),ধুলো শেখের ছেলে আব্দুর রশিদ(৪০),গাংনী উপজেলার ঝিনেরপুল এলাকার নজরুল ইসলামের ছেলে রিয়াসাদ আজিম রনি(৩৭), গোভীপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে রিপন হোসেন, গাংনী শিশির পাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে আবু আনছারি আলম (৩৯),গোভীপুর গ্রামের কাইয়ুম চৌধুরীর ছেলে সাব্বির আহমেদ ওরফে জনি(৪০)। পৃথক দুটি অভিযান সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১৫ গ্রাম গাঁজা-সহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং মেহেরপুর সদর উপজেলা গোভীপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ পান করা অবস্থায় ৪ জনকে গ্রেফতার করা হয়। মেহেরপুর সদর থানায় গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারা ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, অপরদিকে মেহেরপুর সদর থানার গোভীপুর গ্রামে গ্রেফতারকৃত প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুরের পরিদর্শক বিনোদবিহারী,তিনি জানিয়েছেন দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।