আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন কে মনোনয়ন দেওয়ার পর থেকে বাগেরহাটে মশাল মিছিল ও গণ জমায়াতের মত প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম এর অনুসারীরা। এর পাশাপাশি প্রবাসীরা এই মনোনয়নের প্রতিবাদে সরব হয়েছে, যার ধারাবাহিকতায় প্রবাসী সাবেক ছাত্রনেতা শরিকুল ইসলাম শাওন ২৪শে ডিসেম্বর বুধবার পর্তুগালে নিজ কার্যালয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন, এ সময় তিনি বলেন দুর্দিনে বাগেরহাটে বিএনপিকে সুসংগঠিত রেখেছে এম এ সালাম, তাকে নমিনেশন না দিয়ে দল অন্য কিছু চিন্তা করলে সেইটা হবে বাগেরহাটের মানুষের প্রতি অবিচার ও আত্মঘাতী সিদ্ধান্ত তাই তিনি এই মনোনয়ন পরিবর্তন করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ৫০ জন প্রবাসী উপস্থিত ছিলেন। তারা বলেন, আমাদের এই দাবি না মানলে প্রবাসীরা ভোট প্রদান থেকে বিরত থাকবে।










