
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে মাগুরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ ডিসেম্বর বেলা ১২টা থেকে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান মাগুরা (শালিখা সার্কেল)। এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।সভায় জানানো হয়, এ বছর মাগুরা জেলার চারটি উপজেলায় মোট ১৮টি চার্চে বড়দিন উপলক্ষে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষা, উপাসনালয় সমূহের নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, বিদ্যুৎ সরবরাহ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,“ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন— সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।”তিনি এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।সভা শেষে বড়দিন উদযাপনকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।