আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিচ Tapentadol ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ বানী ইসরাইলের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ বাবলু খানসহ সঙ্গীয় অফিসার ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়াস্থ মনোয়ার মেডিকেল সার্ভিসেসের সামনে পাকা রাস্তা থেকে মাদকসহ তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি গোবিন্দপুর (মাঠপাড়া) গ্রামের বাসিন্দা, পিতা মোঃ মহির উদ্দিন, আসামি মোঃ শাকিল হোসেন (২৫)। পুলিশ জানায়, বিকেল ২টা ৫০ মিনিটে অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধারকৃত ৫০ পিচ Tapentadol ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তীতে তাকে থানা হেফাজতে নেওয়া হয় এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভিউ: ১৭৭










