
পৌষের হাড় কাঁপানো হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। দেশের বিভিন্ন স্থানের মতো পাবনা বেড়া উপজেলার কাশিনাথপুরেও জেঁকে বসা পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত পুরো উপজেলার জনজীবন। হিমেল বাতাসের সাথে চলছে কুয়াশার দাপট। রাতে ঘন কুয়াশার কারণে রাস্তায় যানবাহন চলাচল করতে হচ্ছে কস্ট করে। প্রয়োজন ছাড়া ঘড়ের বাইরে বের হচ্ছে না কেউ। বিপাকে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া লোকজন।
গত ০/৪ দিন থেকে পাবনার জেলায় কোথাও সূর্যের আলো দেখা যায়নি। সন্ধ্যা হলে কুয়াশার সঙ্গে শিশির পড়তে দেখা যায়। ভোর থেকে কুয়াশায় ঢেকে যায় বেড়া উপজেলায় বৃষ্টির মত শিশির পড়ে। জীবন জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষগুলো ঘড় থেকে বের হলেও অতিরিক্ত ঠান্ডার কারণে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে।