জয়পুরহাটে সংসদ সদস্য পদে বিএনপি–জামায়াতসহ ৭ জনের মনোনয়ন ফরম সংগ্রহ
Spread the love

জয়পুরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ মোট ৭ জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। তবে সোমবার পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। তিনি আরও জানান, আগামী ২৫ ডিসেম্বর জয়পুরহাট জেলার ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। বর্তমানে জেলায় ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১৭ হাজার ৯৬৬ জন।
জয়পুরহাট–১ আসন
জয়পুরহাট–১ সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে শহরের বুলুপাড়ার আকাম উদ্দিন মন্ডলের ছেলে জালাল উদ্দিন মন্ডল এবং সদর উপজেলার কড়ই পশ্চিমপাড়ার আব্দুল মান্নান মন্ডলের ছেলে আতাউর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জয়পুরহাট–১ আসনে পৌরসভাসহ মোট ১৭টি ইউনিয়ন রয়েছে। এখানে ১৫১টি ভোটকেন্দ্রে মোট ৯০২টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ৮৪৭টি স্থায়ী ও ৫৫টি অস্থায়ী ভোটকক্ষ। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৩৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩২ হাজার ০৮৪ জন, নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩০২ জন এবং হিজড়া ভোটার ৮ জন। তবে ভোটার তালিকা এখনো চূড়ান্ত হয়নি।
জয়পুরহাট–২ আসন
জয়পুরহাট–২ সংসদীয় আসন থেকেও একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সাবেক সচিব আব্দুল বারী এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম মনোনয়ন ফরম উত্তোলন করেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহমুদপুর ইউনিয়নের ধানতলা গ্রামের হযরত আলীর ছেলে ও বিএনপির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
জেলা নির্বাচন অফিস জানায়, জয়পুরহাট–২ আসনে পৌরসভাসহ মোট ১৫টি ইউনিয়ন রয়েছে। এখানে ১০৩টি ভোটকেন্দ্রে মোট ৬৯৭টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬৫০টি স্থায়ী ও ৪৭টি অস্থায়ী ভোটকক্ষ। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন এবং হিজড়া ভোটার ১ জন। তবে এখানকার ভোটার তালিকা এখনো চূড়ান্ত হয়নি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31