
মাগুরার মহম্মদপুর উপজেলায় মতবিনিময় সভা ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সোমবার ২২ ডিসেম্বর মহম্মদপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার, মুহ: শাহনুর জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে পূর্বপ্রস্তুতি, ভোটকেন্দ্রসমূহের নির্বাচনপূর্ব সংস্কার, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। পরবর্তীতে জেলা প্রশাসক মহম্মদপুর থানা পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচনকালীন নিরাপত্তা ও জনসেবা কার্যক্রম জোরদারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।