
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
থানা এলাকায় বিশেষ অভিযানে এসআই (নিঃ) এসএম নিয়ামুল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স তদন্তে প্রাপ্ত আসামি গ্রাম- গড়গড়ি, পিতা- মৃত দাউদ আলী মন্ডল, নাম- মোঃ আজিবর রহমান (৫১)-কে গ্রেফতার করা হয়। তিনি আলমডাঙ্গা উপজেলার ৭নং জেহালা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। পুলিশ সূত্রে জানা যায়, আসামি সংশ্লিষ্ট মামলায় পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারাসহ Explosive Substances Act, 1908 এর ৩/৪/৬ ধারায় অভিযুক্ত।
গ্রেফতারকৃত আসামিকে গড়গড়ি এলাকা থেকে আটক করে ২২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।