প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ

টেস্ট ক্রিকেটে অনন্য ইতিহাস: কনওয়ে-লাথাম জুটির অতিমানবীয় রেকর্ডে পিষ্ট উইন্ডিজ
মাউন্ট মঙ্গানুই | ২১ ডিসেম্বর ২০২৫
টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি, মাউন্ট মঙ্গানুইতে আজ ঠিক সেটিই করে দেখালেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও টম লাথাম। একই দলের দুই ওপেনার একই টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়েছেন। ক্রিকইনফোর তথ্যমতে, শুধু টেস্ট নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও এমন নজির এটিই প্রথম।
রেকর্ডের পাতায় নিউজিল্যান্ড:
- প্রথম ইনিংস: ডেভন কনওয়ে ২২৭ (ডাবল সেঞ্চুরি) ও টম লাথাম ১৩৭ রান।
- দ্বিতীয় ইনিংস: কনওয়ে ১০০ ও লাথাম ১০১ রান।
- দলীয় স্কোর: নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৫৭৫, দ্বিতীয় ইনিংস ৩০৬/২ (ঘোষণা)।
ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৪২০ রানে অলআউট হলে ১৫৫ রানের লিড পায় কিউইরা। ক্যারিবীয়দের পক্ষে কাভেম হজ ১০৯ রানে অপরাজিত থাকলেও দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হন। শাই হোপ ফুড পয়জনিং কাটিয়ে মাঠে নামলেও মাত্র ৪ রানে সাজঘরে ফেরেন।
বিকল্প শিরোনাম ২: এক ম্যাচে ওপেনারদের ৪ সেঞ্চুরি: নিউজিল্যান্ডের রানের পাহাড়ে চাপা পড়লো ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক: মাউন্ট মঙ্গানুই টেস্টে ইতিহাস লিখেছে নিউজিল্যান্ড। দুই ওপেনারের ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
ম্যাচ পরিস্থিতি ও বিশ্বরেকর্ডের হাতছানি:
বর্তমানে ৪৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ৪৩ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে। জয়ের জন্য শেষ দিনে তাদের প্রয়োজন আরও ৪১৯ রান।
- রেকর্ড অ্যালার্ট: ওয়েস্ট ইন্ডিজ যদি এই রান তাড়া করে জিততে পারে, তবে সেটি হবে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন বিশ্বরেকর্ড।
- বর্তমান রেকর্ড: ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড (চতুর্থ দিন শেষে):
- নিউজিল্যান্ড: ৫৭৫ ও ৩০৬/২ (ডিক্লেয়ার)
- ওয়েস্ট ইন্ডিজ: ৪২০ ও ৪৩/০ (লক্ষ্য ৪৬২)
চেয়ারম্যান: ফরিদ আলী ব্যাবস্থাপনা পরিচালক: এম. সনজু আহমেদ,সম্পাদক: নাজমুল হক শাওন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:এরশাদপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ,ফোন: ০১৭২১-৮৪৭৯০৬,ইমেইল: sftvnewsbd@gmail.com