
পিরোজপুর নেছারাবাদে গত ১০ নভেম্বর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামিকে,বরিশাল র্যাব-৮ এর যৌথ অভিযানে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন ২নং সোহাগদল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বছরকাটি গ্রামের বাসিন্দা,জনৈক খান মোহাম্মদ মিলন(৪৬)পিতা- মৃত:মানিক মিয়া,গত ১০ নভেম্বর নেছারাবাদ থানায় লিখিতভাবে একটি অভিযোগ করেন যে,তার স্কুল পড়ুয়া মেয়ে(ভিকটিম) মোছাম্মত আয়েশা সিদ্দিকা(১৬) কে একই গ্রামের,আটককৃত আসামি ধর্ষক মোঃ আহনাফ(২০) পিতা:-নুরুজ্জামান,বাদীর বসত ঘর ফাঁকা পেয়ে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ এবং অপ্রীতিকর ছবি ভিডিও ধারণ করে। এমনকি উক্ত ঘটনা কাউকে জানাইলে হত্যা করা সহ অনলাইন জগতে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে ঘটনাস্থল থেকে অভিযুক্ত আহনাফ দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ধর্ষণের বিষয়,ভিডিও দারুণ ও হত্যার হুমকির ঘটনাটি স্কুল পড়ুয়া ছাত্রী আয়েশা তার বাবাকে জানাইলে,পিতা মিলন বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি ধর্ষণ মামলা রুজু করেন। ঘটনার সময় হতে ধর্ষক আহনাফ পলাতক থাকলে,ডিজিটাল তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তৎপরতায় বরিশাল র্যাব-৮ ও ঢাকা র্যাব-১০ এর যৌথ অভিযানে,ঢাকা ডেমরা থেকে ২০ ডিসেম্বর শনিবার, আসামী আহনাফ কে আটক করেন।পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পিরোজপুর নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়।