বিজয় দিবস উপলক্ষে উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের উদ্যোগে উলিপুর রাসেল স্টুডিয়াম মাঠ প্রাঙ্গনে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। কুচকাওয়াজে পুলিশ, আনসার ও বিভিন্ন স্কাউট দলের সদস্যরা অংশ নেন। আলোচনা পর্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সার্বিকভাবে উলিপুরে মহান বিজয় দিবসের অনুষ্ঠান ছিল উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন।










