
মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভররা গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভররা যুব সমাজের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) বিকেলে ভররা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াছ হোসাইন, সহ-সভাপতি, গণ অধিকার পরিষদ, মানিকগঞ্জ জেলা শাখা। তিনি বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা স্মরণ করিয়ে দেয়। এই চেতনাকে ধারণ করে যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে। ইলিয়াছ হোসাইন বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, এটি শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও ভররা ও আশপাশের এলাকায় ক্রীড়া ও সামাজিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি. এম. এনামুল হক, সহ-সভাপতি, শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি। তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে এমন আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মোঃ ইলিয়াছ হোসাইন। সভাপতিত্ব করেন ডা. আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত সভাপতি, খলসী ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন মোঃ রফিকুল ইসলাম খান, মোঃ জহিরুল ইসলাম জহির, মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ মোজাফফর হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ বাদল মিয়া, মোঃ আব্দুস সোবাহান হক, মোঃ হাসেম মোল্লা, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবুল হোসেন, মোঃ রিপন হোসেন, মোঃ উবাইদুর রহমান জুয়েলসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ফারুক হোসেন ও মোঃ আলমগীর হোসেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।