
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের চামুড্ডা যুব সমাজের উদ্যোগে চামুড্ডা বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর ২০২৫ ইং) বিকাল ৩:৩০ মিনিটে চামুড্ডা বাজার সংলগ্ন মাঠে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আজিমুদ্দিন ভুট্টো, যুগ্ন আহবায়ক পূবাইল থানা যুবদল,মোঃ রাজীব ভূঁইয়া , সাবেক সহ-সভাপতি গাজীপুর মহানগর যুবদল ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী পূবাইল থানা যুবদল, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা আবু হানিফ মোল্লা সহ আরো অসংখ্য নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তি এবং দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।