
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গণঅধিকার পরিষদের উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার ঠাকুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। মেডিক্যাল ক্যাম্পে নাক–কান–গলা, চক্ষু, মেডিসিন, গাইনী ও চর্মরোগ বিভাগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখেন। সেবা নিতে আসা রোগীদের মধ্যে শিশু, নারী ও বয়স্ক মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সকাল থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষ ক্যাম্পে আসতে শুরু করেন। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যাঁরা অর্থনৈতিক সংকটের কারণে নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তাঁদের জন্য এই উদ্যোগ বিশেষভাবে সহায়ক হয়েছে। গণঅধিকার পরিষদের নেতারা জানান, গ্রামাঞ্চলে এখনো অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত থাকেন। এ বাস্তবতা বিবেচনায় রেখেই মহান বিজয় দিবস উপলক্ষে এ ধরনের মানবিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি জটিল রোগে আক্রান্ত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে যাওয়ার পরামর্শও দেওয়া হয়। মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন গণঅধিকার পরিষদ মনোনীত মানিকগঞ্জ–১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন। তিনি বলেন, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। অথচ আর্থিক অক্ষমতার কারণে দেশের বহু মানুষ এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির অন্যতম লক্ষ্য। গণঅধিকার পরিষদ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে। এ সময় গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও দলীয় কর্মীরা ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন। তাঁরা রোগীদের নিবন্ধন, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সক্রিয় ভূমিকা রাখেন। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রাম পর্যায়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাওয়া তাঁদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। তাঁরা বলেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় অনেকটাই কমবে। ভবিষ্যতেও এমন মেডিক্যাল ক্যাম্প আয়োজনের দাবি জানান তাঁরা। ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকেরা। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রাম পর্যায়ে এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অসহায় মানুষের জন্য খুবই উপকারী।