
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি নাশকতা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মোঃ মতিয়ার রহমান (৪৫), সাবেক যুগ্ম আহ্বায়ক, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগ।পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ বানী ইসরাইলের নেতৃত্বে এসআই (নিঃ) এস এম নিয়ামুর হকসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে নাশকতা, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোঃ মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোঃ মতিয়ার রহমান মৃত তাহাজ্জেদ আলীর পুত্র। তার বাড়ি চুয়াডাঙ্গা পৌরসভার ০৪ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া এলাকায়।পুলিশ জানায়, মামলায় দণ্ডবিধির একাধিক গুরুতর ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনের ধারা সংযুক্ত রয়েছে। গ্রেফতারের পর আজ ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতাকারীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।