রাসেদ বিল্লাহ চিশতীঃ নোয়াখালী পদুয়া দায়রা শরীফে ১২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আওলাদে রাসূল শামপুরী শাহ সূফী সৈয়দ আবদুল মোহায়েমেন হোসাইনী চিশতী আল কাদেরী (রহ.)’র ৩৫তম বাৎসরিক ওরছ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর রবি, সোম ও মঙ্গলবার ৩দিন ব্যাপী বাৎসরিক ওরছ শরীফের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন শরীফ, মিলাদ মাহফিল, গিলাপ দান, বাদ এশা রাত ব্যাপী চিশতিয়া তরিকা মোতাবেক সেমা কাওয়ারী ও জিকির আজকার, আলোচনাসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওরস শরীফে আখেরি মুনাজাত পরিচালনা করেন পদুয়া দায়রা শরীফের বর্তমান গদ্দিনীশিন পীর সাহেব শাহ সূফী সৈয়দ আবদুল মোদাচ্ছের হোসাইনী মাসুক চিশতী।
৩দিন ব্যাপী বাৎসরিক ওরছ উপলক্ষে শাহ মোহায়মেন কমপ্লেক্সের আয়োজনে আগত সর্বসাধারণের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।
১৬ ডিসেম্বর মঙ্গলবার আখেরি মুনাজাত ও তোবারক বিতরণের মাধ্যমে পদুয়া দায়রা শরীফের ১২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩৫তম
৩দিন ব্যাপী বাৎসরিক ওরছ শরীফের সমাপ্তি হয়েছে।










