আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানাধীন ১১নং নাগদাহ ইউনিয়নের নাগদাহ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ বানী ইসরাইলের নেতৃত্বে এসআই (নিঃ) প্রদীপ বিশ্বাস, ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের সদস্য ও সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে নাগদাহ বাজারের বটগাছের নিচে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান চালায়। এ সময় মোঃ জামাল উদ্দিন (৫০), পিতা—মৃত জহুরুল হক, সাং—নাগদাহ (পশ্চিমপাড়া), থানা—আলমডাঙ্গা, জেলা—চুয়াডাঙ্গাকে ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










