আজ শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ লক্ষিপুর, চালিতাডাঙ্গা, কাজিপুর এবং চকপাড়া, মাইজবাড়ী, কাজিপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে কৃষিজমির উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার দায়ে ০২টি মামলায় সংশ্লিষ্ট দুইজনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব নাঈমা জাহান সুমাইয়া, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাজিপুর, সিরাজগঞ্জ। অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় কাজিপুর থানার একটি চৌকস পুলিশ টিম সঙ্গীয় ফোর্স হিসেবে উপস্থিত ছিল। প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ভিউ: ১১২










