
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলমগীর কবির সরকার মিল্টন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) নিহত হয়েছেন। তিনি নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নওশের আলী বাদশার ছেলে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের চিথলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর কবির সরকার মিল্টন সন্ধ্যার দিকে একই এলাকার সেকেন্দার আলীর ছেলে সান্টুর সঙ্গে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে চিথলিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে গ্রামের একটি সরু মেঠো সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ছোট খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম জানান, খাদে পড়ে যাওয়ার পর আলমগীর কবির সরকার মিল্টনের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। এই মর্মান্তিক ঘটনায় বাগাতিপাড়া উপজেলাসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।