
পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌরসভার ৭ নং ওয়ার্ডে বসবাসরত আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষদের নিয়ে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাঁদের বিভিন্ন সামাজিক, নাগরিক ও জীবনমান সংক্রান্ত সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জুয়েল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলা শাখার সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি আদিবাসী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, ন্যায়বিচার, অধিকার সংরক্ষণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাঁচবিবি পৌর জামায়াতের সেক্রেটারী মোঃ গোলাম রব্বানী, সহকারী সেক্রেটারী ডাঃ মোঃ মোশারফ হোসেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মশিউর রহমান এবং পৌর পেশাজীবী বিভাগের সেক্রেটারী ডাঃ মোঃ ফারুক হোসেন। এছাড়াও স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারী মোঃ আব্দুল কাদের।