আলমডাঙ্গা, ১৩ ডিসেম্বর ২০২৫:আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাবেক আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারুলা খাতুন রাবেয়ার বাড়িতে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জয়নাল মন্ডল, এবং পরিচালনা করেন জেলা যুবদলের সহসভাপতি মাগরিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আলা উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম, বেলগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চাঁদ আলী, এবং অন্যান্য স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শত জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও প্রতিকূলতার মধ্যেও তিনি দেশ ছেড়ে যাননি এবং মানুষের পাশে থেকে গণতন্ত্রের পক্ষে অটল থেকেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার উপস্থিতি দেশ ও গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি।আলোচনা শেষে ডামোস পুরাতন জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা ইলিয়াস হোসেন মিলাদ পরিচালনা করেন এবং ডামোস মিলপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শরিয়তুল্লাহ দোয়া পরিচালনা করেন।মাহফিলে স্থানীয় নেতাকর্মীরা একত্রিত হয়ে দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।










