
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার বিকাল থেকে উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী সড়কের মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যানবাহন তল্লাশি এবং সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই করছেন।
শনিবার দুপুরে উপজেলার নাকরগাছী এলাকায় জয়পুরহাট–হিলি মহাসড়কে বিজিবির একটি চেকপোস্টে চলাচলরত যানবাহন তল্লাশি করতে দেখা যায়। এ সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে ছিলেন।
এ বিষয়ে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, বিজিবির মহাপরিচালকের নির্দেশে দেশের নিরাপত্তা ও জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে সীমান্তবর্তী এলাকা ও জনগুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিলার যেন সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যেই বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
বিজিবির এ তৎপরতায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে বলে জানান স্থানীয়রা।