
মাগুরার বেলনগরে হাবিবউল্লাহ বিশ্বাস ফাউন্ডেশনের উদ্দ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১২ ডিসেম্বর মাগুরা পৌরসভার বেলনগরে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় এবং শনিবার ১৩ ডিসেম্বর সারাদিন ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহ প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়। এই গুণীজন সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য সাইকেল, ল্যাপটপ ও বৃত্তি প্রদান করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মনোয়ার হোসেন, জামায়াত মনোনীত মাগুরা -১ ও ২ আসন এর সংসদ সদস্য পদপ্রার্থী যথাক্রমে মোঃ আব্দুল মতিন ও অধ্যাপক এম বি বাকের এবং মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী। সংবর্ধনার আয়োজন করেন মরহুম হাবিবউল্লাহ বিশ্বাস এর সন্তানদের নিজ হাতে তৈরী হাবিবুল্লাহ ফাউন্ডেশন। সার্বিক সহযোগিতায় ছিলেন শাহিনুর ইসলাম।