
গাইবান্ধা জেলা সদরের হাটদাড়িয়াপুর কলেজপাড়া গ্রামের ১০ শতক জমি জোরপূর্বক দখল সহ ভুয়া কৃষকলীগ নেতা সাজিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২ টার দিকে গাইবান্ধা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শওকত আলী সুমন। তিনি বলেন তার পিতা আলী হোসেন ব্যাপারী ২৫ বছর পুর্বে ওয়ালিউর রহমানের কাছে ৪৬২ ও ৪৬৩ দাগে মোট ৪০ শতক জমি বিক্রি করে। কিন্তুু ওয়ালিউর ও তার ছেলে সোহেল রানা জোর পুর্বক অতিরিক্ত ১০ শতক জমি দখল করে আছে। এ বিষয়ে একাধিকবার এলাকায়, ইউনিয়ন পরিষদে ও থানায় শালিস হলেও তারা তা মেনে নেন নি। এরই জের ধরে গত ২৩ শে নভেম্বর দুপুরে জমি থেকে আসার পর ওয়ালিউর রহমান ও তার ছেলে সোহেল রানার নেতৃিত্বে লাঠিয়াল বাহিনী দিয়ে তার বাড়িতে হামলা চালানো সহ তাকে রক্তাক্ত জখম করা হয়। তিনি আরো অভিযোগ করেন, ওয়ালিউর রহমান একজন আওয়ামীলীগের সক্রিয় কর্মী, তার ছেলে সোহেল রানা সুইট ঘাগোয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তাদের সহযোগী সাইফুল ইসলাম আওয়ামীলীগ কর্মী। ওয়ালিউর রহমান দীর্ঘ ২৭ বছর বিদেশে থাকার কারনে এবং তিনি ও তার ছেলে সৈরাচার শেখ হাসিনার প্রভাব খাটিয়ে জোর পুর্বক এলাকায় লাঠিয়াল বাহিনী তৈরি করে বিভিন্ন জনের জমি জোর পুর্বক দখর করে ভোগ করে আসছে। সেই সাথে তাদের কে হয়রানি করার জন্য ৮ টি মিথ্যা মামলা সহ ভুয়া কৃষকলীগ নেতা বানিয়ে সংবাদ সম্মেলন করে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো সুষ্ঠ তদন্ত, তাদের নিরাপত্তা সহ ওয়ালিউর রহমান তার ছেলে সোহেল রানা সুইট ও তাদের সহযোগী সাইফুল ইসলাম কে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শওকত আলী সুমনের পরিবার ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।