নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বিকেল সারে ৪ টারদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চৌকস টিম নওগাঁ জেলা সদর থানাধীন দোগাছি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ক্রয়- বিক্রয়কালে আপন দুই বোন সহ মোট ৪ জনকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছেন। আটককৃত ৪ জন হলেন, নওগাঁ সদর থানাধীন দোগাছি গ্রামের নাহিদ এর স্ত্রী লাবনি (৪০) ও তাকে সহায়তাকারী তার বোন আয়েশা শিমু ওরফে জুই, একই গ্রামের আজাদের ছেলে রানা (৩৩) ও বাবু’র ছেলে রিপন (৩৫)। এব্যাপারে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদক ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে লাবনি’র কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তাকে আটক করে এছাড়া রানা’র কাছ থেকে ১০ পিস ও রিপনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের আটক করেন। এছাড়াও অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী লাবনিকে সহায়তাকারী তার আপন বোন আয়েশা শিমু ওরফে জুইকে ও আটক করেন। মোট ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আটককৃত ৪ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে জানিয়ে জেলা পুলিশ সুপার আরো বলেন, নওগাঁ জেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা আরো জোরদার করা হবে।










