ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর প্রকাশ্যে গুলি বর্ষণের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবের সামনে থেকে ‘বিপ্লবী ছাত্র-জনতা’ ব্যানারে এই মিছিল শুরু হয়ে নতুন বাজার সড়ক প্রদক্ষিণ করে।বিক্ষোভ মিছিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপল বাংলাদেশ (আপ বাংলাদেশ)সহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন— ছাত্রশিবিরের সহোদ সেক্রেটারি হাসনাইন আহমেদ, এনসিপি ভোলা জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান, জেলা দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, যুবশক্তির সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজ, আপ বাংলাদেশের জেলা আহ্বায়ক আশরাফ মাহমুদ, যুগ্ম সদস্য সচিব জহির উদ্দিন বাবর, বিল্লাল হোসেন, মোঃ শাহরিয়ার শরীফ, জেলা যুগ্ম আহ্বায়ক শামসুদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “তফসিল ঘোষণার পরদিনই দিনের আলোয় অস্ত্র হাতে এক সংগঠনের মুখপাত্র ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর ওপর বর্বরোচিত হামলা দেশের মানুষকে আতঙ্কিত করেছে। এর মাধ্যমে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।” তারা আরও বলেন, “অস্ত্রধারী সন্ত্রাসীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত না করলে আসন্ন জাতীয় নির্বাচন চরম ঝুঁকির মুখে পড়বে।”










